Monday, December 23, 2024
spot_img

It is not so easy to make boys cry ছেলেদের কাঁদানো এত সহজ না

It is not so easy to make boys cry ছেলেদের কাঁদানো এত সহজ না

আমি ছেলে হয়ে বলেছি,,, খুব সহজেই একটা ছেলেকে কাঁদাতে চান?? তবে শুনুন…….

  • একটা ছেলে রাস্তায় মার খেয়ে পড়ে থাকলে ও সে কাঁদে না।
  • তাকে তার বাবা-মা ইচ্ছে মতো বকলে ও কাঁদে না বরং শান্তি পায়💓
  • তার সাথে তার বড় ভাই/বোন টা রাগ করলে ও সে কাঁদে না,, এতে সে সুখ খুঁজে পায়😍
  • তাকে ক্লাসে টিচার হাজার টা বেত দিলেও সে কাঁদে না,,,,

এটা বাস্তব…….৷

তাকে তার প্রিয়জন রাগ করে থাপ্পড় দিলেও সে কাঁদে না বরং সে তাতে ভালোবাসা খুঁজে নেয় 😀

ছেলেরা বলতে গেলে কাঁদেই না!
কাঁদানো এতো সহজও না😊

কাঁদানোর একটা সহজ উপায় হলো তাকে অবহেলা করুন। তার উপর থেকে গুরুত্ব তুলে নিন। তার ইমোশনাল কথা গুলো হেসে উড়িয়ে দেন। তার ভালোবাসা কে মজা হিসেবে নিন।

সেদিনই ছেলেটা কাঁদবে,, তবে রাতে,,কেউ জানবে না। এটুকুই করে আপনি তাকে একরাতে যতটা কাঁদাতে পারবেন,, আপনি সারা জীবনেও ততটা কাঁদতে পারবেন না।😒

হাস্যকর হলেও কথা গুলো মিথ্যে নয়!!!

তাদেরকে ছোট থেকেই শিখানো হয়, ছেলেদের কে কান্নায় মানায় না। তাই তো তারা বুকে হাজারো কষ্ট নিয়ে মুখে হাসি- খুশি নিয়েই থাকে। এবং তাদের এই কষ্ট কেউ বুঝে না,বা অনুভব করতে পারে না।।।

ছেলেরা এক প্রকার সাহসী প্রাণী। আর সেটা শুধু ছেলেরাই বুঝে!!!!!

ছেলেরাও মানুষ। তাদের এই ত্যাগের মূল্য দিতে শিখুন। তাদের দুঃখ, কষ্ট সহ্য করার কিছুটা হলেও ভাগদার হওয়ার চেষ্টা করুন। 😊

Facebook

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments